শুক্রবার, ১৮ মে, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে মাদকের আখড়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রাম নগরীতে মাদকের আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। চট্টগ্রাম রেল স্টেশনের পাশে সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে বরিশাল কলোনিতে গত রাতে এ ঘটনা ঘটে। খবর বিডিনিউজ। র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহউদ্দিন আহমদ বলেছেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সেখানে অভিযানে গিয়েছিল তার বাহিনীর একটি দল। অভিযানে থাকা র‌্যাবের কর্মকর্তা লেফটন্যান্ট কমান্ডার আশেকুর রহমান বলেন, বরিশাল কলোনি এলাকাটিতে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছিল। র‌্যাবের টহল দল সেখানে গেলে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামার পর দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায় বলে জানান র‌্যাব কর্মকর্তা আশেক। পরে দেখা যায়, তারা দুজনই মারা গেছেন। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এদের একজনের বয়স ৫০ বছরের মতো, অন্যজনের বয়স আনুমানিক ৩৫ বছর।

রাজশাহীতে মাদক ব্যবসায়ী নিহত : রাজশাহীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল হাসান ওরফে হাসান ঘাটিয়াল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাব-৫ এর উপঅধিনায়ক মেজর এসএম আশরাফুল ইসলাম জানান, ভারত থেকে ফেনসিডিলের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল নবগঙ্গা এলাকার পদ্মার ৫ নম্বর বাঁধে অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর