রবিবার, ২০ মে, ২০১৮ ০০:০০ টা

খুলনায় ভাঙছে বেড়িবাঁধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার কয়রা উপজেলার জোড়শিং বাজার এলাকায় বেড়িবাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গতকাল সকালে প্রায় দেড়শ’ ফুট বেড়িবাঁধে ফাটল ধরে তা কয়েক ফুট নিচে ডেবে যায়। এর আগে শুক্রবার জোড়শিং লঞ্চঘাট এলাকায় বেড়িবাঁধে ভাঙনে মৎস্য ও কাঁকড়ার ডিপোসহ ৯টি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হঠাৎ ভাঙনের কবলে পড়ায় দোকানের মালামাল রক্ষা করতে না পেরে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। যে কোন মুহূর্তে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জিএম শামসুর রহমান বলেন, জোড়শিং বাজারসহ দক্ষিণ বেদকাশি এলাকার বেড়িবাঁধের নাজুক অবস্থা সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) কয়েকবার জানানো হয়েছে। কিন্তু তারা গুরুত্ব না দেওয়ায় ভাঙনে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসীর দাবি, শাকবাড়িয়া নদীর বেড়িবাঁধের স্পর্শকাতর স্থানগুলোতে জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে জোড়শিং বাজারসহ আশপাশের গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে। পাউবোর আমাদী সেকশন কর্মকর্তা মসিউল আলম বলেন, বেড়িবাঁধের ভাঙন সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর