রবিবার, ২০ মে, ২০১৮ ০০:০০ টা

শ্লীলতাহানির মামলা করায় মাসহ দুই মেয়ে গৃহবন্দী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাওকাঠী গ্রামে মাদ্রাসাছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় মামলা দায়ের করায় আসামিদের হুমকির মুখে পড়েছে ওই ছাত্রীর পরিবার। ওই ছাত্রীর মা অভিযোগ করেছেন, তার মেয়ে ঘর থেকে বের হলে আসামিরা এসিড ছুড়ে মারবে বলে ভয় দেখিয়েছে। ভয়ের কারণে দুই মেয়ে নিয়ে নিজ বাসায় গৃহবন্দী অবস্থায় দিন কাটছে। বাকেরগঞ্জ থানায় মামলায় অভিযোগ করা হয়, একই গ্রামের বখাটে নয়ন খান (২৫) ও রানা খান (২২) গত ১০ মে দুপুরে তাদের ঘরে ঢুকে তার বড় মেয়ে মাদ্রাসাছাত্রীর (৬ষ্ঠ শ্রেণি) শ্লীলতাহানি ঘটায়। এ ঘটনার পর ওই দিনই তিনি নয়ন খান ও রানা খানকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দিলে দুই দিন পর ১২ মে মামলা গ্রহণ করে পুলিশ। মামলা দায়েরের পর থেকেই আসামিরা নানাভাবে হুমকি দিচ্ছেন।

সর্বশেষ খবর