রবিবার, ২০ মে, ২০১৮ ০০:০০ টা

এক পলক

দুই লাশ উদ্ধার

ভোলার চরফ্যাশন পৌরসভার আদর্শ পাড়া সংলগ্ন সুরেনদেব খাল থেকে শুক্রবার সন্ধ্যায় বেল্লাল (৩৪) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুর কারণ জানা যায়নি।

এদিকে নাটোরের বড়াইগ্রামে গতকাল সান্তাহার আলী (২৩) নামে এক যুবকের গলাকাটা লাশ পাওয়া গেছে। সান্তাহার উপজেলার গড়মাটি পশ্চিমপাড়ার জামাল উদ্দিনের ছেলে।

—চরফ্যাশন ও বড়াইগ্রাম প্রতিনিধি

বিদ্যুত্স্পৃষ্টে মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুত্স্পৃষ্টে এরশাদ হোসেন (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে দত্তপাড়া এলাকার জনৈক জাকির হোসেনের নির্মাণাধীন বাড়ির ছাদে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক মাহবুব হোসেন লাশ উদ্ধার করে গাজীপুর মেডিকেল কলেজের মর্গে পাঠান।

—টঙ্গী প্রতিনিধি

আগুনে দগ্ধ গৃহবধূ

বরিশালের গৌরনদী উপজেলায় সাথি বেগম (৩০) নামে এক গৃহবধূ স্বামীর বাড়িতে অগ্নিদগ্ধ হয়েছেন। স্বামী আল আমিন সিকদারের দাবি, সাথি নিজেই তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গৌরনদীর কাশেবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সাথি বেগমকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

—নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কাপ্তাই হ্রদে পোনা মাছ অবমুক্তকরণ শুরু

রাঙামাটি কাপ্তাই হ্রদে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ মত্স্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) উদ্যোগে রাঙামাটি ফিশারির ঘাটে হ্রদে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন সচিব মো. রইছউল আলম মণ্ডল। এ সময় তিনি অবৈধ কারেন্ট জাল পুড়ানো কার্যক্রমেও অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মত্স্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. দিলদার আহমদ, রাঙামাটি ডিজিএফআই অধিনায়ক কর্নেল মো. শামসুল আলম, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ও বিএফডিসির রাঙামাটি কাপ্তাই হ্রদ মত্স্য উন্নয়ন ও বিপণন কেন্দ  ব্যবস্থাপক কমান্ডার মো. আসাদুজ্জামান খান আসাদ প্রমুখ। —রাঙামাটি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর