রবিবার, ২০ মে, ২০১৮ ০০:০০ টা

ভূমিহীন পল্লীর ২৮ ঘর জ্বালিয়ে দিল সন্ত্রাসীরা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় গুলি করে আতঙ্ক ছড়িয়ে ভূমিহীন পল্লীর ২৮ পরিবারের বসতঘর জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। গৃহহীন ওই পরিবারগুলো আশপাশের বিভিন্ন বাড়ি ও মন্দিরে আশ্রয় নিয়েছে। শরণখোলা উপজেলার জানেরপাড় গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত শারীরিক প্রতিবন্ধী রেণু আক্তার ও রুমানা জানান, তারা দুই মাস ধরে এ পল্লীতে বাস করছেন। শনিবার সকালে ৩০-৪০ দুর্বৃত্ত এসে তাদের ঘর ভাঙচুর শুরু করে। এ সময় তারা বন্দুকের ৩-৪ রাউন্ড ফাঁকা ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। ভয়ে সবাই পালিয়ে গেলে ২৮টি ঘরে আগুন ধরিয়ে দেয়। ভূমিহীন মুক্তিযোদ্ধা হেমায়েত (৮০) ও পল্লীর বাসিন্দা রফিকুল ইসলাম জানান, তারা ২০১৪ সালে ওই জমি সরকারের কাছ থেকে ডিসিআর নিয়ে ঘর বানিয়ে বসবাস করছেন। ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিনের ভাষ্য, এ ধরনের কোনো ঘটনা তার জানা নেই। শরণখোলার ইউএনও লিঙ্কন বিশ্বাস জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

শরণখোলা থানার ওসি জানান, এ ব্যাপারে কেউ এখনও (গতকাল সন্ধ্যা) মামলা করতে আসেনি।

সর্বশেষ খবর