সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা

বেড়া পৌর এলাকায় জাতীয় পতাকার এতই আকাল?

মুক্তিযোদ্ধা তাহেজ সরকারের দাফন অনুষ্ঠান ঘিরে প্রশ্ন

পাবনা প্রতিনিধি

মুক্তিযোদ্ধা তাহেজ উদ্দিন সরকারের লাশ বাঁশের চাটাইয়ে জড়িয়ে তাকে গার্ড অব অনার দেওয়ার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকরা বলছেন, ‘বেড়া পৌর এলাকায় জাতীয় পতাকার কি এতই আকাল চলছে যে একজন বীর সন্তানকে শেষ বিদায়ের আগে অবমাননা করতে হবে!’ পৌর সদরের সম্ভুপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা তাহেজ সরকার গত ১৮ মে মারা যান। ১৯ মে দাফনের আগে লাশ বেড়া পৌর এলাকার শহীদ আবদুল খালেক স্টেডিয়ামে আনা হয়। গার্ড অব অনারের সময় দেখা যায় লাশ জাতীয় পতাকায় নয়, বাঁশের চাটাইয়ে মোড়ানো। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এবং স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। ইউএনও বলেন, বিষয়টি যখন ধরা পড়ে তখন আর করার কিছুই ছিল না। দাফন আয়োজনের যাবতীয় দায়িত্ব ছিল স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ওপর। বেড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ইসহাক আলীর কাছে অবহেলার বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষমা প্রার্থনা করেন। মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম বলেন, এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাবনা ড্রামা সার্কেলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বলেন, এই ধরনের কর্মকাণ্ডে শুধু ভুল হয়েছে, দুঃখিত বলেই পার পেয়ে যাওয়া উচিত নয়। অবশ্যই শাস্তি হওয়া প্রয়োজন।

সর্বশেষ খবর