সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা

হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলায়’ প্রসূতি ও নবজাতকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বেসরকারি একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার পান্টি হাসপাতালে শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, শনিবার রাত ৩টার দিকে প্রসব বেদনা উঠলে পান্টি গ্রামের বাবু মণ্ডলের স্ত্রী সালমাকে নেওয়া হয় পান্টি হাসপাতালে। সন্তান প্রসব বাবদ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ১০ হাজার টাকা চুক্তি হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উত্তম প্রসূতির অস্ত্রোপচার করেন। ওই টেবিলেই মারা যায় নবজাতক। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে সালমার। তার অবস্থার আরও অবনতি ঘটলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান সালমা। সালমার চাচি চায়না খাতুন বলেন, হাসপাতালের মালিক লিয়াকত ও চিকিৎসক উত্তম কুমার কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই অপারেশন থিয়েটারে ঢোকায় সালমাকে। রক্তের ব্যবস্থাও করতে বলেনি আগে থেকে। তারা নরমাল ডেলিভারি করবেন বলে জানায়। মা ও নবজাতকের মৃত্যুর জন্য তারা হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেন। চিকিৎসক উত্তম জানান, অতিরিক্ত রক্তক্ষরণে সালমার মৃত্যু হয়েছে। তাদের কোনো ত্রুটি ছিল না। কুষ্টিয়ার সিভিল সার্জন রওশন আরা বেগম জানান, বিষয়টি শুনেছি। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর অভিযোগ, এর আগেও পান্টি হাসপাতালে চিকিৎসা নিতে এসে কয়েকজন কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছেন। এ কারণে ওই হাসপাতালটি সিলগালাও করে দেওয়া হয়েছিল।

সর্বশেষ খবর