শিরোনাম
সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা

পানছড়ি বাজার বর্জনের ঘোষণায় আতঙ্ক ক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি বাজার বর্জনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ইউপিডিএফ গতকাল হঠাৎ করে বাজার বর্জনের ঘোষণা দেওয়ায় ব্যবসায়ী-সাধারণ মানুষ পড়েছেন দুর্ভোগে। পানছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেদায়েত তালুকদার ও সেক্রেটারি আবুল কাশেম জানান, দুই সপ্তাহ ধরে ইউপিডিএফ (প্রসিত সমর্থিত) তাদের বাজার বর্জন করার হুমকি দিয়ে আসছে। ফোন করে তারা হুমকি দেন, বাজারের হোটেলে জেএস্এস সংসকার এমএন লারমা সমর্থিত নেতা-কর্মীরা আশ্রয় নিয়েছেন। তাদের বের করে দাও। না হলে বাজারে হামলা করা হবে। ব্যবসায়ী নেতারা বিষয়টি থানার ওসি ও স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন। প্রশাসন বাজারে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে। তবে সাধারণ ব্যবসায়ীদের আতঙ্ক কাটেনি। পানছড়ি থানার ওসি মিজানুর রহমান জানান, কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি। তবে তিনি সেনাবাহিনী, বিজিবিসহ সবাইকে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। গতকাল ছিল পানছড়ির হাটবার। এ দিন একদিকে ভারী বর্ষণ, অন্যদিকে বর্জন আতঙ্ক ছিল সবার মাঝে।

এ বিষয়ে পানছড়ি থানার ইউএনও  আবুল হাসেম জানান, ইউপিডিএফ অলিখিতভাবে চাঁদা নিচ্ছে তা সত্য। সাধারণ ব্যবসায়ী ও জনগণকে আস্থায় এনে আমরা পরিস্থিতি মোকাবিলা করছি। এ বিষয়ে ইউপিডিএফের বক্তব্য জানার জন্য ফোনে  যোগাযোগ করলে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর