শিরোনাম
সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা

এক পলক

মজুরি বৃদ্ধির দাবি

চা শ্রমিক দিবস উপলক্ষে সিলেটে গতকাল  বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে  র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবি জানানো হয়। রত্না বৈষ্ণবের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ‘চা শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। চালের মূল্য যখন ৪৫ টাকা কেজি তখন চা শ্রমিকদের মজুরি মাত্র ৮৫ টাকা।’ —নিজস্ব প্রতিবেদক, সিলেট

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শোয়েবের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় মাহাবুব গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ১টার দিকে উপজেলার ইটবারদী গ্রামে এ ঘটনা ঘটে। শোয়েবকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা পরিকল্পিতভাবে এ হামলা হয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

—আড়াইহাজার প্রতিনিধি

ইফতার মাহফিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিল ও আলোচনা সভা হয়েছে। উপজেলার হাবিব নগর এলাকায় গতকাল এ ইফতার অনুষ্ঠানে মশিউর রহমান তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাহজাহান ভুইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।

—রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর