বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

৩০ কোটি টাকা নিয়ে লাপাত্তা

আউট সোর্সিংয়ের নামে প্রতারণা

সিরাজগঞ্জ প্রতিনিধি

‘মোবাইল অনলাইনে একাউন্ট খোলো, ভিডিও দেখো আর প্রতিদিন দেড়শ টাকা করে আয় করো’ এমন লোভনীয় অফার দিয়ে ‘টাচ আর্ন’ নামে ওয়েবসাইট খুলে প্রায় ৩০ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হয়ে গেছে কয়েক প্রতারক। পরিবারের কাছ থেকে নানা অজুহাতে টাকা নিয়ে শিক্ষার্থী ও যুবকরা তা খুইয়ে এখন দিশাহারা। টাকা ফেরত পেতে প্রতারকদের পরিবারের কাছে গেলেও তারা নানা ভয়ভীতি দেখাচ্ছে। ঘটনাটি ঘটে সিরাজগঞ্জের এনায়েতপুরে। জানা যায়, এনায়েতপুর খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়ের কয়েক ছাত্র চার মাস আগে ‘টাচ আর্ন’ নামে একটি ওয়েবসাইট খোলেন। ওয়েবসাইটটিতে একাউন্ট খুলে ভিডিও দেখলেই প্রতিদিন দেড়শ টাকা করে আয় হবে বলে প্রচারণা চালান। প্রথমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী পরে বেলকুচি-এনায়েতপুরের বিভিন্ন স্কুল কলেজে সেমিনার করে শিক্ষার্থী, যুবক-ব্যবসায়ীদের আইডি খুলতে উদ্বুদ্ধ করেন। মাত্র ছয় হাজার ৪০০ টাকায় আইডি খুলে দিনে ৭-৮ মিনিট ভিডিও দেখলেই আয় হবে দেড়শ টাকা— এমন প্রলোভনে অনেকে মোবাইলে আইডি খুলতে শুরু করেন। প্রথমে কয়েকদিন গ্রাহকদের টাকা দিয়ে বিশ্বাস অর্জন করায় একেকজন ৮-১০টি করে আইডি খোলেন। কয়েকদিনে ৪৫ হাজার আইডি খুলে প্রায় ৩০ কোটি টাকা হাতিয়ে গত ৯ মে ওয়েবসাইটটি বন্ধ করে পালিয়ে যায় প্রতারক চক্র। কলেজছাত্র আব্দুর রউফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিব আমাকে ভিডিও দেখে টাকা আয়ের অফার দেন। তার প্রলোভনে পড়ে ৪৮ হাজার টাকা দিয়ে কয়েকটি আইডি খুলি। কয়েকদিন টাকা পেয়েছিলাম। বর্তমানে আইডি বন্ধ। একই সঙ্গে রাকিবও লাপাত্তা। টাকা ফেরত পেতে রাকিবের বাড়ি গেলে তার স্বজনরা উল্টো ভয়ভীতি দেখায়।’ বিশ্ববিদ্যালয় ছাত্র জিয়াউর রহমান জানান, লোভে পড়ে বাসা থেকে সেমিস্টারের টাকা নিয়ে ৪২ হাজার টাকা দেই। তিন দিন পর ওয়েটসাইট বন্ধ হয়ে যায়। একই অভিযোগ করেন, রিয়াদুল, মনসুরসহ অনেকে। তারা অবিলম্বে প্রতারকদের ধরে শাস্তি নিশ্চিত ও টাকা ফেরতের দাবি জানান। এ বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে ঘরে তালা লাগানো দেখা যায়। খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহেরুল আলম ও নাসিরুজ্জামান জানান, বিষয়টি আমাদের জানা ছিল না। ওয়েবসাইট বন্ধ হওয়ার পর জেনেছি। তারা বলেন, ‘খোঁজখবর না নিয়ে প্রলোভনে পড়ে যারা টাকা দিয়েছেন তারাও অপরাধী। তারপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইচ্ছে করলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।’ এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এ বিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর