বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

গাংনী পৌরসভায় নিয়োগ বাণিজ্য!

মেহেরপুর প্রতিনিধি

দুই বছর তিন মাস আগে ১০ লাখ টাকা দিয়েছিলাম হিসাব সহকারী পদে চাকরি নেওয়ার জন্য। এর জন্য দেড় বিঘা ফসলের জমি ও বসতবাড়ির পাঁচ কাঠা জমি বিক্রি করতে হয়েছে। দুই বছর তিন মাস পর সেই টাকা ফেরত দিয়ে যে বেশি টাকা দিয়েছেন তাকে চাকরি দেওয়া হয়েছে। অথচ আমি দুই বছর ১০ মাস চুক্তিভিত্তিক গাংনী পৌরসভায় হিসাব সহকারী হিসেবে কাজ করছি। গাংনী পৌরসভার থানাপাড়ার নাজমুল হুদা সাংবাদিকদের কাছে মোবাইল ফোনে এ অভিযোগ করেন। অভিযুক্ত মেয়র আশরাফুল ইসলাম বলেন, আমি কারও কাছ থেকে টাকা নিই নাই। কাউকে ফেরতও দেই নাই।

তিনি বলেন, এখন আমি পৌরসভার কেউ না। নিয়োগের বিষয়ে আমি কিছু জানি না।

সর্বশেষ খবর