শুক্রবার, ২৫ মে, ২০১৮ ০০:০০ টা

দুই বিভাগের রশি টানাটানি দুর্ভোগ সাধারণের

বাগেরহাট সদর হাসপাতালের নবনির্মিত ১৫০ শয্যার ভবন

বাগেরহাট প্রতিনিধি

সরকারের দুই বিভাগের রশি টানাটানির কারণে চালু হচ্ছে না বাগেরহাট সদর হাসপাতালের নবনির্মিত ১৫০ শয্যার ভবন। এর নির্মাণকাজ শেষ হয়েছে গত জানুয়ারিতে। নতুন ও পুরনো ভবনকে যুক্তকারী করিডোর নির্মাণ না হওয়ায় গণপূর্তের কাছ থেকে বুঝে নিতে রাজি হচ্ছে না স্বাস্থ্য বিভাগ। ভবনটি চালু না হওয়ায় শয্যা-চিকিৎসক সংকটে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বাগেরহাটের ১৭ লাখ মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ স্থল সদর হাসপাতাল। ১৯৯৭ সালে হাসপাতালটি ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। ২৫০ শয্যায় উন্নীত করতে ২০১৩ সালে ১৫০ শয্যাবিশিষ্ট ভবনের নির্মাণ শুরু হয়। ব্যয় ধরা হয় সাড়ে ২৬ কোটি টাকা। ছয়তলা ভবনটির মূল কাজ গত বছর শেষ হলেও ভেতরের আনুষঙ্গিক কাজ শেষ হয়েছে গত জানুয়ারিতে। এ ভবনে থাকবে আধুনিক সব সুযোগ-সুবিধা। কিন্তু বাগেরহাট গণপূর্ত ও স্বাস্থ্য বিভাগের মধ্যে আস্থাহীনতায় ভবনটি হস্তান্তর করা যাচ্ছে না। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সতীনাথ বসাক বলেন, ‘প্রকল্পের কাজ শেষ করেছি। এটি ব্যবহারের জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত। গত ফেব্রুয়ারিতেই আমরা স্বাস্থ্য বিভাগকে বুঝে নিতে পত্র দিয়েছি। কিন্তু তারা বুঝে নিতে চাচ্ছে না।’ সিভিল সার্জন ডা. অরুণ চন্দ্র বলেন, ‘পুরনো ভবনের সঙ্গে নতুন ভবনের লিংক করিডোর না থাকায় আমরা বুঝে নিচ্ছি না। দ্রুত এ কাজ শেষ করার জন্য নির্মাণ প্রতিষ্ঠানকে জানানো হয়েছে।’ এ বিষয়ে সতীনাথ বসাকের ভাষ্য, করিডোরটি নির্মাণের জন্য দুই বার দরপত্র আহ্বান করেও ঠিকাদার পাওয়া যায়নি। করিডোরটি না থাকলেও স্বাস্থ্যসেবা দিতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। হাসপাতাল কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে ভবনটি বুঝে নিচ্ছে না। এভাবে পড়ে থাকলে সরকারি সম্পদ নষ্ট হতে পারে। নতুন ভবনের গুরুত্বের কথা স্বীকার করেছেন সিভিল সার্জন। তিনি জানান, ভবনটি চালু হলে জনবল, বিশেষজ্ঞ চিকিৎসকসহ অন্যান্য চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পাবে। বাড়বে সেবার মান। হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোশারফ হোসেন বলেন, ‘এখানে চিকিৎসকের ২৪টি পদের বিপরীতে আছেন মাত্র ১৩ জন। বিশেষজ্ঞ ডাক্তারের সংকটই বেশি। এছাড়া টেকনিশিয়ানের অভাবে অনেক যন্ত্রপাতি চালানো যায় না। ১০০ শয্যার বিপরীতে গড়ে ১৫০ রোগী ভর্তি থাকেন। অতিরিক্ত রোগীকে খাবারও দিতে পারছি না।’

সর্বশেষ খবর