শুক্রবার, ২৫ মে, ২০১৮ ০০:০০ টা
মাদকবিরোধী অভিযান

সারা দেশে আটক আরও ১৫৩

প্রতিদিন ডেস্ক

সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানে আরও ১৫৩ জন আটক হয়েছেন। বুধবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত এ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। প্রতিনিধিদের খবর— কুমিল্লা : মাদকবিরোধ অভিযানের অংশ হিসেবে কুমিল্লায় মাদকের ১৯টি মামলায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৭১০ পিস ইয়াবা, ২৮ কেজি গাঁজা ও ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন আরও  ২৭ জন। এছাড়া সদর উপজেলা থেকে ১১০ কেজি গাঁজাসহ একজন আটক হয়েছেন।  গোপালগঞ্জ : সাত মাদক ব্যবসায়ীসহ গোপালগঞ্জে আটক হয়েছেন ২৮ জন। দিনাজপুর : বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ২০ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় আটকদের কাছ থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ও চোলাই মদ জব্দ করা হয়। সিরাজগঞ্জ : ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও গাঁজাসহ ১৯ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা ও বিভিন্ন থানা পুলিশ এ অভিযান চালায়। নোয়াখালী : জেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে আটক হয়েছেন ১৪ মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে ২৪৬ পিস ইয়াবা, ১০ লিটার মদ ও গাঁজা জব্দ করা হয়েছে। পুলিশ কন্ট্রোল সূত্র জানায়, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফুলবাড়ী : কুড়িগ্রামের ফুলবাড়ীতে আটক করা হয়েছে নয়জনকে। ফুলবাড়ী থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন। নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বুধবার রাতে ইয়াবা ব্যবসায়ীকে ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় ওই মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে।

এছাড়া মাদকবিরোধী অভিযানে বরিশাল, ময়মনসিংহের গফরগাঁও, পটুয়াখালীর কলাপাড়া, গাইবান্ধার সুন্দরগঞ্জে দুজন করে এবং নাটোরের সিংড়ায় আটক হয়েছেন একজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর