শুক্রবার, ২৫ মে, ২০১৮ ০০:০০ টা

লাইন সংস্কারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে লাইনের সংস্কার করার সময় গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক। নিহতরা হলেন— হাসান (৩২), তাহের আলী (৩০), ও বায়দুর (৩২)। হাসানের বাড়ি জামালপুরে আর তাহের আলী ও ওবায়দুরের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলায়। আহতদের মধ্যে চার শ্রমিককে জামালপুর জেনারেল হাসপাতাল ও একজনকে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, ইসলামপুর উপজেলার মধ্যদরিয়াবাদ এলাকায় বোরো খেতে পানির মধ্যে দাঁড়িয়ে বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ লাইন সংস্কার কাজ করছিলের পল্লীবিদ্যুতের নিযুক্ত ঠিকাদারের শ্রমিকরা। এ সময় একটি বৈদ্যুতিক খুঁটি ছিটকে সঞ্চালনের লাইনের তার মাটিতে পড়লে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিন শ্রমিক। আহত হন আরও পাঁচজন। পল্লীবিদ্যুৎ সমিতির ইসলামপুর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম ভজন কান্তি জানান, ওই এলাকায় পল্লী বিদ্যুতের ঠিকাদার বায়েজিদের শ্রমিকরা কাজ করছিলেন। নিয়ম অনুযায়ী কাজ করার সময় আমাদের জানালে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতাম। কিন্ত ঠিকাদার কাজ করার বিষয়টি আমাদের জানায়নি।

চট্টগ্রামে যুবক নিহত : নিজস্ব প্রতিবেদক-চট্টগ্রাম জানান, নগরীর পাথরঘাটায় গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বেলালের বাড়ি বাঁশখালী উপজেলায়। ঘটনার সময় তিনি একটি ভবনে এসির কাজ করছিলেন। এছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে দুলাল হোসেন নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। দুলাল ওই গ্রামের রুহুল আমিনের ছেলে।

সর্বশেষ খবর