শুক্রবার, ২৫ মে, ২০১৮ ০০:০০ টা

সাড়ে ৯ কোটি টাকার ইয়াবা বড়ি জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে পুলিশ, বিজিবির ও কোস্টগার্ড সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তিন লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যার আনুমানিক মূল্য ৯ কোটি ৬০ লাখ টাকা। গতকাল এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন একটি ঝুপড়ি ঘরে ইয়াবার চালান মজুদ রাখা হয়েছে—এমন খবরে পুলিশের একটি টিম অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে ওই ঝুপড়ির মাঠির নিচে বস্তায় মোড়ানো দুই লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজারমূল্য সাত কোটি ৮০ লাখ টাকা। একই দিন টেকনাফে সাবরাং খুরেরমুখে ৩০ লাখ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এছাড়া গতকাল টেকনাফের কেরুনতলী খাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। যার দাম দেড় কোটি টাকা ।

ময়মনসিংহ : ময়মনসিংহে এসএ পরিবহনের পার্সেল হিসেবে আসা প্রসাধনী সামগ্রীর বিভিন্ন বাক্স থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের সাড়ে ৩৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। নগরীর সেহরা চামড়াগুদাম এলাকায় অভিযান চালিয়ে এসএ পরিবহনের পার্সেল বহনকারীর কাছ থেকে বুধবার রাতে এ মাদক উদ্ধার করা হয়। এ সময় আলী রাজ ও রুবেল মিয়া নিরব নামে দুজনকে আটক করা হয়েছে। মাদকের চালানটি কুরিয়ার যোগে চট্টগ্রাম থেকে ময়মনসিংহে আসে।

সর্বশেষ খবর