শুক্রবার, ২৫ মে, ২০১৮ ০০:০০ টা

বহিষ্কারাদেশ প্রত্যাহারে মিশ্র প্রতিক্রিয়া

ঝিনাইদহ প্রতিনিধি

কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় জেলা ও উপজেলা ছাত্রলীগে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে অভিযুক্ত শেখ শাহিনের বক্তব্য— ‘কোনো দোষ না পাওয়ায় মামলার বাদী এফিডেভিটের মাধ্যমে অভিযোগ প্রত্যাহার করেছেন। তাই কেন্দ ীয় ছাত্রলীগ গত ৯ মে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার জানান, মামলাটি তদন্ত শেষে শাহীনসহ চার আসামির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন। জানা গেছে, ২০১৭ সালের ৫ মে রাতে কোটচাঁদপুর রেলস্টেশন থেকে দুই নারীকে তুলে নিয়ে পাশের বাড়িতে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরদিন এক ভিকটিম ধর্ষণ মামলা করলে পুলিশ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন, রাজু, কৃষ্ণ ও আজগরকে গ্রেফতার করে আদালতে পাঠায়। তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান শাহিন। এ ঘটনায় শেখ শাহিনকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্র। 

সর্বশেষ খবর