শুক্রবার, ২৫ মে, ২০১৮ ০০:০০ টা

জনগণের ভোটে মেয়র হতে চাই

—জাহাঙ্গীর আলম

আফজাল, টঙ্গী (গাজীপুর)

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সরকার দলীয় মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেছেন, জনগণের ভোটে মেয়র হতে চাই। আমি সেই পরিবেশ তৈরি করেছি। দীর্ঘ ১০ বছর ধরে গাজীপুরের মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। ৫৭টি ওয়ার্ডের মধ্যে এম কোনো ওয়ার্ড নেই যেখানে আমার বিচরণ নেই। নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের দুর্ভোগ দেখে নগরীর দায়িত্ব নিয়ে  জনগণের সেবা করার সিদ্ধান্ত নিয়েছি। আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। এলাকার উন্নয়ন ও মানুষের পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে চাই। একটি বাসযোগ্য নগর গড়তে চাই। গতকাল বিকালে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের নিজ বাস ভবনে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পরে নগরীর ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে ইফতার পার্টিতে যোগ দেন।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সভাপতি ও গাজীপুর সিটির মেয়র প্রার্থী প্রিন্সিপাল মো. নাছির উদ্দিন টঙ্গী ৪৭ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে ইফতার মাহফিলে যোগ দেন। এ সময় ওয়ার্ড সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন গাজীপুর মহানগর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি মো. হোসাইন আহম্মেদ, মুফতি মিজানুর রহমান ফয়েজী, ইসলামী আন্দোলন টঙ্গী থানা সভাপতি জাকির হোসেন হাওলাদার, মুজাহিদ কমিটি নেতা আবু হানিফ সিদ্দিকি, জাফর আহম্মেদ প্রমুখ। অপরদিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী  হাসান উদ্দিন সরকার গতকাল টঙ্গীর দেওড়া মৃত্তবাড়ি আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মাদ্রাসায় দলীয় নেতাকর্মীদের নিয়ে ইফতার করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর