শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা

প্রকল্প সভাপতির স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন, মামলা

ঝনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে অতিদরিদ্রদের ৪০ দিনের কর্মসূচির টাকা জাল স্বাক্ষর করে উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলা আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। আসামিরা হলেন— ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল, ট্যাক অফিসার জবা খাতুন, উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির কাজ গত ২৩ ডিসেম্বর শুরু হয়। ৪০ দিন কাজ করার কথা থাকলেও করা হয়েছে ৩৫ দিন। বাকি পাঁচ দিন কাজ না করেই প্রকল্প সভাপতি ও শ্রমিকদের সই জাল করে ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল স্থানীয় জনতা ব্যাংক ম্যানেজার সিরাজুল আলমের সহযোগিতায় উঠিয়ে নিয়েছেন। রাকিবুল হাসান ও সিরাজুল আলম বলেন, ‘পিআইও অফিসের নির্দেশ অনুযায়ী টাকা উঠানো হয়েছে। আমরা বুঝতে পারিনি। এ ভুল আর হবে না।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ‘এ ধরনের নির্দেশ পিআইও কখনো দেয় না। আমরা টাকাগুলো স্ব-স্ব শ্রমিকের একাউন্টে দিয়ে দিয়েছি।’

সর্বশেষ খবর