শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা

ঝুঁকি নিয়ে সেতু পারাপার

দিনাজপুর প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার হচ্ছে প্রায় অর্ধশত গ্রামের মানুষ। সেতুর উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে গেলেও কেঁপে উঠে। সেতুর বিভিন্ন স্থানে সিমেন্ট বালি খুলে পড়ে রড বের হয়ে গেছে এবং একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে।  তাই সেতুটি ভেঙে ফেলে নতুন সেতু নির্মাণের দাবি ওইসব গ্রামের মানুষের। নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দারিয়া গ্রামে একটি ডোবার উপর ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলার সঙ্গে সংযোগ সড়ক সেতু হিসেবে কাজ করে।

ওই সেতুটি নতুন করে নির্মাণ করা হলে দিনাজপুরসহ গোটা দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর