রবিবার, ২৭ মে, ২০১৮ ০০:০০ টা

‘ভেজাল খাদ্য উৎপাদনকারীদের দমন করা হবে’

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ভেজাল খাদ্য উৎপাদনকারীদের কঠোর হস্তে দমনে প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, যেসব প্রতিষ্ঠান ভেজাল খাদ্য আমদানি, প্রস্তুত ও বিতরণ করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বরদাশ্ত করা হবে না। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেছেন। মাদক ব্যবসায়ীরা এখন গা ঢাকা দিয়েছে ভয়ে। দিনাজপুরের মাদক ব্যবসায়ীরাও বাদ যায়নি। অতএব ভেজাল খাদ্য প্রস্তুতকারীদেরও আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। ‘শনিবার দুপুরে দিনাজপুর চেম্বার ভবন মিলনায়তনে জেলা বেকারি মালিক সমিতি আয়োজিত স্বাস্থ্যসম্মত বেকারী পণ্য উৎপাদন, আধুনিক ও পরিচ্ছন্ন পরিবেশ, প্রয়োজনীয় সরকারি সনদ গ্রহণ ও এসএমই ওয়ান স্টপ সেবা জেলা প্রশাসনের মাধ্যমে পাওয়ার লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবালুর রহিম এ সব কথা বলেন।

সভায় মোহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে বক্তৃতা করেন পুলিশ সুপার মো. হামিদুল আলম বিপিএম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, মো. আনোয়ারুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু, বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ।

সর্বশেষ খবর