রবিবার, ২৭ মে, ২০১৮ ০০:০০ টা

আমার বাবার খুনিরা ভোট যুদ্ধে নেমেছে

——— এমপি রাসেল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর-২ আসনের এমপি জাহিদ আহসান রাসেল বলেছেন, আমার বাবা প্রয়াত সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের খুনিরা আবার গাজীপুরে ভোট যুদ্ধে নেমেছে। বিএনপিসমর্থিত প্রার্থী এই হাসানউদ্দিন সরকারের আপন ছোট ভাই নুরুল ইসলাম সরকার ও তাঁর লোকজন দিনদুপুরে খুন করে। সেই খুনি পরিবার কেমন  করে আবার জনগণের কাছে গিয়ে ভোট চায়। খুনি পরিবারের লোক গাজীপুরের মানুষের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে ভোটযুদ্ধে নেমেছে। এই গাজীপুরের মানুষ আগামী ২৬ জুন সিটি নির্বাচনে ব্যালটের মাধ্যমে তা প্রমাণ করবে। গতকাল সন্ধ্যায় টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে আহসান উল্লাহ মাস্টারের ১৪তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল আহাম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন গাজীপুর সিটির মেয়র প্রার্থী অ্যাড. জাহাঙ্গীর আলম, থানা  আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি, কাজী ইলিয়াস, কাউন্সিলর প্রার্থী নাছির উদ্দিন মোল্লা, টঙ্গী থানা প্রেস ক্লাবের সভাপতি ও ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এমএম হেলাল উদ্দিন, যুবলীগ নেতা বিল্লাল মোল্লা, ছাত্রলীগ নেতা কাজী মঞ্জু প্রমুখ। উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে টঙ্গী নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে সন্ত্রাসীরা  আহসান উল্লাহ মাস্টার এমপিকে খুন করে।

সর্বশেষ খবর