সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

পুকুর দখল নিয়ে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে সরকারি পুকুরের মালিকানা ও দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আজিম উদ্দিন (৩০) নামে স্থানীয় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। রাণীনগর উপজেলার করজগ্রামে গতকাল এ ঘটনা ঘটে। সংঘর্ষের পরেই আজিম হত্যার বিচার দাবিতে গ্রামবাসী রাণীনগর-আবাদপুকুর মহাসড়ক অবরোধ করেন। ঘটনায় জড়িত সন্দেহে মাসুম, আজিজ, রাহিম ও আলম নামে চারজনকে আটক করেছে পুলিশ। 

জানা যায়, ওই গ্রামে তিনটি সরকারি পুকুর আছে। যে পুকুরগুলোর টেন্ডারের মাধ্যমে উপজেলার লোহাচুড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিজ পায়। প্রায় দুই মাস পার হয়ে গেলেও গ্রামবাসী পুকুর হস্তান্তর না করেনি। গতকাল পুকুরের মালিকরা সেখানে মাছ ছাড়তে গেলে স্থানীয়রা বাধা দেন। এ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। সংঘর্ষে সৌখিন উদ্দিনের ছেলে কালীগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিম উদ্দিন নিহত ও জন আহত হন। তাদের রাণীনগর ও আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর