মঙ্গলবার, ৫ জুন, ২০১৮ ০০:০০ টা

নবগঠিত কমিটি নিয়ে উত্তেজনা

প্রতিদিন ডেস্ক

নবগঠিত কমিটি নিয়ে উত্তেজনা

বিভিন্ন জেলায় গত শুক্রবার জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্র। এর পর থেকেই সংগঠনের একাংশ পদবঞ্চিত হয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেন। বিভিন্ন স্থানে গত দুই দিনের বিক্ষোভ, প্রতিবাদ সভা, কার্যালয়ে তালা ও কেন্দ্রীয় নেতার কুশপুত্তলিকা দাহ করার মধ্যে দিয়ে যা প্রকাশ্যে এসেছে। নীলফামারী, নরসিংদী, চাঁপাইনাবাবগঞ্জ ও টাঙ্গাইল থেকে প্রতিনিধিদের পাঠানো খবর—  নীলফামারী : নবগঠিত জেলা কমিটি প্রত্যাখ্যান করে রবিবার বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে সংগঠনের একাংশের নেতারা। সময় বক্তৃতা করেন কাজী আখতারুজ্জামান জুয়েল, আসাদুজ্জামান রিপন, মোক্তার হোসেন প্রমুখ। তারা অভিযোগ করেন, কেন্দ্র থেকে যোগ্যদের মূল্যায়ন না করে যে পকেট কমিটি চাপিয়ে দেওয়া হয়েছে এর ফলে সংগঠন স্থবির হয়ে পড়বে। অবিলম্বে কমিটি পুর্নগঠন করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। একই দাবিতে কমিটিতে পদ পাওয়া তিন নেতা কেন্দ্র বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েছেন। নরসিংদী : নরসিংদীতে কমিটি প্রত্যাখান করে ঝাড়ু মিছিল করেছে সংগঠনের একাংশ। শহরের চিনিশপুর বিএনপির অস্থায়ী কার্যালয় এলাকায় রবিবার তারা এ মিছিল করেন। এ সময় কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে নানা স্লোগান দেওয়া হয়। মহসিন হোসাইন বিদুেক সভাপতি ও হাসানুজ্জামান সরকারকে সাধারণ সম্পাদক করে জেলা যুবদলের কমিটি গঠন করা হয়। এর পর থেকে কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন হয়েছে এ অভিযোগ  তোলা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ : জেলা যুবদল কমিটি গঠনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর বিএনপি অফিসে তালা ঝুলিয়ে গতকাল বিক্ষোভ করেছেন নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন খাইরুল বাসার, অ্যাড. ময়েজ উদ্দিন, নজরুল ইসলাম, আহসান হাবিব, শামিরুল ইসলাম পলাশ প্রমুখ। বিক্ষোভ চলাকালে কমিটি গঠনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। দাবি তোলা হয় অবিলম্বে চাঁপাইনবাবগঞ্জ যুবদলের এই কমিটি বাতিলের। টাঙ্গাইল : যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সংগঠনের একাংশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর কূশপুত্তলিকা দাহ করে। এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে পদবঞ্চিতরা মিছিল নিয়ে পৌর উদ্যানে সমবেত হয়। পরে মিছিল বের করলে পুলিশি বাঁধার মুখে পরে। মিছিলে অংশ নেন হাসানুজ্জামিল শাহীন, কাজী শফিকুর রহমান লিটন, খন্দকার আহমেদুল হক সাতিল, রফিকুল ইসলাম স্বপন প্রমুখ।

সর্বশেষ খবর