মঙ্গলবার, ৫ জুন, ২০১৮ ০০:০০ টা

শিশুটি সারাক্ষণ কাঁদছে

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

শিশুটি সারাক্ষণ কাঁদছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চেঁড়াঘাট গ্রামের দিনমজুর হাবিবুর রহমানের ছেলে আবু হুসাইন। বয়স মাত্র দেড় বছর। কয়েক মাস আগেও সুস্থ ছিল শিশুটি। এখন কী এক অজানা রোগে দিন দিন শুকিয়ে যাচ্ছে সে। সারাক্ষণ কান্নাকাটি করছে।

হাবিবুর রহমান জানান, ছেলেকে সাতক্ষীরার শিশু বিশেষজ্ঞদের কাছে নিয়ে গেলে তারা খুলনা অথবা ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বলেন, ‘ছেলেকে বাঁচাতে কমপক্ষে দুটি অপারেশন করাতে হবে। খরচ হবে চার থেকে পাঁচ লাখ টাকা। দিনমজুর বাবা এতো টাকার জোগান কিভাবে দেবে?’ হাবিবুর জানান, ‘তার ছেলে স্বাভাবিকভাবে জন্ম নেয়। জন্মের ১৮ দিন পর থেকে খাওয়া বন্ধ করে দেয়। যা একটু খেত তা মুখ দিয়ে ফেলে দিত। ওই সময় সাতক্ষীরা সদর হাসপাতালের ডা. শেখ আবু সাঈদ শুভর কাছে নিয়ে যান। তিনি দেখে বলেন, ওর পেটে নাড়ি জড়িয়ে গেছে, অপারেশন করতে হবে। ডাক্তারের কথামতো অনেক কষ্টে টাকা যোগাড় করে অপারেশন করানো হয়। খরচ হয় ৭০-৮০ হাজার টাকা। ছেলের পেটের নাভি থেকে নাড়ি বের করে সেখান দিয়ে মল ত্যাগের ব্যবস্থা করে দেন চিকিৎসকরা। অপারেশনের পর ছেলে সম্পূণ সুস্থ হয়। কিন্তু ৫-৬ মাস যেতে না যেতেই আবারও অসুস্থ হয়ে পড়ে। এখন যা খায় বমি করে ফেলে দেয়। ৫-৬ কেজি ওজন থেকে এক-দেড় কেজিতে পরিণত হয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর