বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮ ০০:০০ টা

বিভিন্ন স্থানে ৯ শিশুসহ ১১ জনের মৃত্যু

হঠাৎ বেড়েছে পানিতে ডুবি

প্রতিদিন ডেস্ক

হঠাৎ বেড়েছে পানিতে ডুবির ঘটনা। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর— গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলায় পানিতে ডুবিতে মারা গেছে তিন শিশু। উপজেলার মাল্লা গ্রামে পুকুরে পড়ে মৃত্যু হয় তৌহিদ (৫) ও রনির (৪)। আর হরিরামপুর ইউনিয়নের পার ধুন্দিয়া গ্রামে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিল রানী (৭)। গতকাল দুপুরে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। তৌহিদ ওই গ্রামের শাহিন মিয়ার ও রনি আইনুল হকের ছেলে। রানী নাওভাঙ্গা ক্রোড়গাছা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। সিলেট : ওসমানীনগরে বড়ভাগা নদী থেকে গতকাল দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গোসল করতে গিয়ে তারা নদীতে ডুবে নিখোঁজ ছিল। শিশুরা হলো— ওসমানীনগর উপজেলার আলীপুর গ্রামের সুলতান মিয়ার মেয়ে তৌহিদা বেগম (৭) ও জালাল মিয়ার মেয়ে মারুফা বেগম (৬)। শেরপুর : ঝিনাইগাতীতে বাড়ির পাশে গর্তের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ঘাগড়া লস্কর কোণাপাড়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন— ওই গ্রামের সুজন মিয়ার মেয়ে সিনথিয়া (৪) ও  শাহ আলমের কন্যা সোমাইয়া (৫)। বরিশাল : উজিরপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেছে দুই বছর বয়সী এক শিশুর। নিহত মুছা উপজেলার মালিকান্দা গ্রামের আরিফ হোসেনের ছেলে। পীরগঞ্জ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চাঁপাপাড় গ্রামে গতকাল পানিতে পড়ে মারা গেছে সুমাইয়া (২) নামে এক শিশু। সুমাইয়া ওই গ্রামের সিরাজ উদ্দীনের মেয়ে। বগুড়া : শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে ডুবে হযরত আলী (৮২) নামে এক বৃদ্ধ মারা গেছেন। কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে ডুবে মামুন নামে এক সুইপারের মৃত্যু হয়েছে। উপজেলার নীলগঞ্জ আবসনের পুকুরে মঙ্গলবার রাতে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর