বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮ ০০:০০ টা

এক দিনে গেল ১০ প্রাণ

প্রতিদিন ডেস্ক

এক দিনে গেল ১০ প্রাণ

পাঁচ জেলায় সড়কে প্রাণ গেছে ১০ জনের। এদের মধ্যে টাঙ্গাইলে ৪, সিলেটে ৩ এবং চট্টগ্রাম, নীলফামারী ও কিশোরগঞ্জে মারা গেছেন একজন করে। এছাড়া গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের বাস খাদে পড়ে আহত হয়েছেন ১৫ জন। গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— টাঙ্গাইল : কালিহাতীতে দুই ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন। তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে বুধবার সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক ও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পিকআপ ভ্যানের সংষর্ঘ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ তিনজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। সিলেট : দক্ষিণ সুরমার চণ্ডিপুলে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় জানা গেছে। তিনি গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরের রশিদ মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)। আহতদের ওসমানি মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, চণ্ডিপুল এলাকায় সিলেট শহরমুখী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক ও দুই যাত্রী মারা যান। চট্টগ্রাম : নগরীর অক্সিজেন মোড়ে ট্রাকের ধাক্কায় মারা গেছেন আমান উল্লাহ (২৮) নামে এক বিজিবি সদস্য। আমান হাটহাজারীর পূর্বধলই এলাকার মোজাম্মেলের ছেলে। তিনি ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন। বুধবার দুপুরে অক্সিজেন এলাকায় ব্যাংকে বেতন তুলতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় আহত হন তিনি। স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নীলফামারী : ডোমার উপজেলার চিলাই নামক স্থানে সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী (১৩) নামে এ কিশোরের প্রাণহানি ঘটেছে। রমজান চিলাই জুম্মাপাড়ার দুলু মিয়ার ছেলে ও বড় রাউতা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। কিশোরগঞ্জ : কুলিয়ারচরে ট্রলিচাপায় প্রাণ গেছে রতন মিয়া (৩৫) নামে এক রিকশাচালকের। তার বাড়ি লক্ষ্মীপুর ইউনিয়নের দেইরাপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, জাফরাবাদ মোড়ে লক্ষ্মীপুর থেকে আসা একটি ট্রলি গতকাল রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই এর চালক মারা যান। আহত হন রিকশার এক যাত্রী। গোপালগঞ্জ : জেলা শহরের সোনাকুড় এলাকায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস খাদে পড়ে শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গতকাল শিক্ষার্থীদের নিয়ে শহরের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর