বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮ ০০:০০ টা

ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদা

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রসফায়ারের ভয় দেখিয়ে মাদক ব্যবসায়ীর বোনের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন— শহরের শাহীবাগ এলাকার ভাড়াটিয়া আনাই উল্লাহর ছেলে শাহিদ আহম্মেদ এবং সাজু মিয়া। তাদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে। এ ঘটনায় মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থানায় মামলা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার চুনারুঘাটের পশ্চিম পাকুরিয়া গুচ্ছগ্রাম থেকে সোহেল মিয়াকে মাদকসহ আটক করে র‌্যাব। ওই দিনই ক্রসফায়ারের ভয় দেখিয়ে সোহেলের বোন হেলেনার কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করেন শাহিদ ও সাজু।  পরে হেলেনা জানতে পারেন র‌্যাব কোনো টাকা নেয়নি। তিনি বিষয়টি র‌্যাবের কমান্ডারকে জানান। র‌্যাব সদস্যরা স্থানীয় বাসস্ট্যান্ড থেকে আটক করেন শাহিদ ও সাজুকে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার বিমান চন্দ্র বলেন, ‘মাদকবিরোধী অভিযান ঘিরে যাতে কেউ ফায়দা লুটতে না পারে সেদিকে আমাদের দৃষ্টি রয়েছে।’

সর্বশেষ খবর