বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮ ০০:০০ টা

কালিয়াকৈরে ভূমি অফিসে ওমেদারদের দৌরাত্ম্য

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ইউনিয়ন ভূমি অফিসগুলোতে ওমেদারদের দৌরাত্ম্য চলছে। এসব ওমেদারের অনেকে ভূমি অফিসে রেকর্ড টেম্পারিং, ভুয়া জোত, জাল পর্চা তৈরি করে সাধারণ মানুষকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসী ও ভূমি অফিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পাঁচটি ইউনিয়ন ভূমি অফিস ও কালিয়াকৈর উপজেলা ভূমি অফিস কার্যালয়ে কমপক্ষে ২৫ জন ওমেদার রয়েছেন। এঁদের অনেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে হয়রানি করছেন। ভূমি  অফিসের অতি গোপনীয় রেজিস্ট্রার বই পর্যন্ত নিয়ে তারা বাইরে থেকে ফটোকপি করে থাকেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মোহাম্মদ সামসুজ্জোহা জানান, ভূমি অফিসে ওমেদার থাকার কোনো নিয়ম নেই। এটি ৪০০ বছরের পুরনো কালচার। সহজে দূর করা যাবে না। তবে কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর