বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮ ০০:০০ টা

কলেজছাত্রকে অপহরণের পর অ্যাম্বুলেন্সে ফেরত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বাংলাদেশ কম্পিউটার ম্যানেজমেন্ট কলেজ-বিসিএমসির ইরাদাত হোসেন নামে এক শিক্ষার্থীকে অপহরণের পর নির্যাতন করে আবার একটি অ্যাম্বুলেন্সে করে ওই কলেজের সামনেই ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ইরাদত খুলনা শহরের সোনাডাঙ্গা এলাকার আবদুল মালেকের ছেলে। ইরাদতের স্বজনরা জানায়, মঙ্গলবার ইরাদাতের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তিনি ও তার বন্ধু ইসরাফিল বাড়িতে যাওয়ার জন্য রিকশায় ওঠেন। এর পরপরই একই কলেজের শিক্ষার্থী আসিফ তাকে জোর করে রিকশা থেকে নামিয়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যান। ইসরাফিলের কাছ থেকে বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন আসিফের ফোনে রিং করে ইরাদতকে ফেরত দিতে বললে আসিফ ইরাদতকে অপহরণের বিষয়টি অস্বীকার করেন। পরে বুধবার দুপুরে একটি অ্যাম্বুলেন্সে করে ইরাদতকে বিসিএমসি কলেজের সামনে রেখে যাওয়া হয়। কলেজেরই এক শিক্ষক ইরাদতের পরিবারকে খবর দিলে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ‘বিসিএমসি কলেজের এক ছাত্রকে কে বা করা অপহরণের পর মারপিট করে অ্যাম্বুলেন্সে করে ফেলে রেখে গেছে বলে শুনেছি। এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে’।

সর্বশেষ খবর