শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনে আর্থিক লেনদেন

নিজস্ব প্রতিবেদক, যশোর

নতুন ঘোষিত যশোর স্বেচ্ছাসেবকদলের আংশিক কমিটিকে একপেশে, অগণতান্ত্রিক উল্লেখ করে এই কমিটি প্রত্যাখ্যান করেছেন পদপ্রত্যাশীরা। নতুন কমিটিকে আর্থিক লেনদেনের ফসল উল্লেখ করে গতকাল পদবঞ্চিতরা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানের কুশপুত্তলিকাদাহ ও তাকে যশোরে অবাঞ্ছিত ঘোষণা করেন। যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বিক্ষুব্ধ নেতা-কর্মীর পক্ষে জেলা ছাত্রদলের সহসভাপতি জহুরুল হক শিমুল বলেন, ‘অনৈতিক সুবিধা নিয়ে অগণতন্ত্রিক পন্থায় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি করা হয়েছে। তিনি অবিলম্বে এই কমিটি বাতিল করে রাজপথের পরীক্ষিত নেতা-কর্মীর সমন্বয়ে নতুন করে কমিটি ঘোষণার দাবি জানান। তা না হলে আন্দোলনেও হুমকি দেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন তৌফিকুর রহমান আকতার, রবিউল ইসলাম, মিজানুর রহমান, তৌহিদুর রহমান টিটো প্রমুখ।

সর্বশেষ খবর