শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা

৯১ বছর ধরে অবিরাম তিলাওয়াত

টাঙ্গাইল প্রতিনিধি

৯১ বছর ধরে অবিরাম তিলাওয়াত

টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব শাহী জামে মসজিদ —বাংলাদেশ প্রতিদিন

টাঙ্গাইলের ধনবাড়ীর নওয়াব শাহী জামে মসজিদে গত ৯১ বছরে কখনো বন্ধ হয়নি কোরআন তিলাওয়াত। সার্বক্ষণিক কোরআন তিলাওয়াত করা হচ্ছে এখানে। প্রতিদিন দেশ-বিদেশের মানুষ আসেন মসজিদটি দেখতে, কোরআন তিলাওয়াত শুনতে। ধনবাড়ী উপজেলায় ঐতিহ্যবাহী মসজিদটি অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা যুক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ধনবাড়ীর নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী প্রায় ১২০ বছর আগে মসজিদটি সম্প্রসারণ করে আধুনিক রূপ দেন। এরও প্রায় ৭০০ বছর আগে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। মসজিদের সামনে দুটি সুউচ্চ মিনার রয়েছে। একটি মিনারের নিচে নওয়াব আলী চৌধুরীর কবরস্থানের পাশে ২৪ ঘণ্টা পাঁচজন হাফেজ পালাক্রমে কোরআন তেলাওয়াত করেন। হাফেজ ফারুক আহম্মেদ জানান, ওস্তাদের নির্দেশনায় কবরের আজাব থেকে মুক্তি পেতে ১৯২৭ সালে নওয়াব আলী চৌধুরী এ মসজিদে সার্বক্ষণিক কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করেন। ১৯২৯ সালে মৃত্যুবরণ করেন নওয়াব আলী চৌধুরী। মসজিদের সামনে একটি মিনারের নিচে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুর পরও অব্যাহত আছে কোরআন তিলাওয়াত। নামাজের সময় ছাড়া ৯১ বছরে কখনো বন্ধ হয়নি তিলাওয়াত। খতিব ও ইমাম হাফেজ মাওলানা ইদ্রিস হুসাইন জানান, মসজিদটিকে ঐতিহাসিক স্থাপনা হিসাবে ঘোষণা করে সরকার এর সংস্কার করুক এমনটি প্রত্যাশা এলাকাবাসীর।

সর্বশেষ খবর