শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা

হিলি দিয়ে বেড়েছে চাল আমদানি

দিনাজপুর প্রতিনিধি

২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে চালের আমদানি পর্যায়ে ২৮ শতাংশ শুল্ক আরোপ করা হবে— বাণিজ্যমন্ত্রীর এমন ঘোষণার পরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চাল আমদানি। আগে গড়ে প্রতিদিন যেখানে ৩০ থেকে ৩৫ ট্রাক চাল আমদানি হতো এখন সেখানে হচ্ছে ১০০ ট্রাকের ওপরে। আবার বন্দর থেকে এ সব চাল দ্রুত খালাস করে নিচ্ছেন আমদানিকারকরা। নতুন শুল্কহারের কারণে স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ হয়ে যাবে বলেও জানান তারা।

হিলি বন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান, গত ৪ জুন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাজেটে চালের ওপর আরোপিত আমদানি শুল্ক ২ ভাগ থেকে বাড়িয়ে ২৮ ভাগ করার ঘোষণা দেন। ৭ জুন বাজেট পেশ করার পরই এটা কার্যকর হবে বলেও তিনি জানান। এ মন ঘোষণার পর হিলি বন্দরের যেসব আমদানিকারকরা চাল আমদানির জন্য এলসি ওপেন করেছিলেন, তারা সবাই দ্রুত চাল রফতানি করতে ভারতীয় রফতানিকারকদের অনুরোধ জানিয়েছিলেন।

সর্বশেষ খবর