শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা

পাবনায় ১৬ কোটি টাকার প্রকল্প ভেস্তে

পাবনা প্রতিনিধি

চাটমোহর, ভাঙ্গুড়া ও সুজানগর পৌর এলাকায় আর্সেনিকমুক্ত সুপেয় পানি ও নিষ্কাশন প্রকল্পের নামে ১৬ কোটি টাকা ব্যয় করা হলেও তা কোনো কাজে আসছে না। অনিয়ম-দুর্নীতির কারণে প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযোগ আছে, এ প্রকল্প থেকে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে। বর্তমানে প্রকল্পটি কোনো কাজেই লাগছে না। এ ব্যাপারে সুজানগর পৌরসভার পক্ষ থেকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরকে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে. প্রকল্পে ব্যবহৃত ২৯ কিলোমিটার পাইপ লাইন ও ৩০টি নলকূপ অকেজো হয়ে পড়েছে। চারটি পাম্প হাউসে ব্যবহৃত নলকূপ এতোই নিম্নমাণের যা ব্যবহার করা যাচ্ছে না। পাবনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব জানান, তিন পৌর মেয়রের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর