শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা

‘১ মণ ধানে মিলছে ১ কেজি গোস্ত’

বদরগঞ্জ প্রতিনিধি

‘হামার খালি কষ্ট করাই সার। ধান আবাদ করি আর কি হইবে? পেটের ভাত ছাড়া আর কিছু হয় না। এক মণ ধান দিয়া এক সের গরুর গোস্ত হওছে না। এই জন্য কি হামরা ধান আবাদ করি?’ কথাগুলো আক্ষেপের সঙ্গে বলছিলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার কিসমত ঘাটাবিল লালবাড়ি হাজিপাড়ার কৃষক মামুন মিয়া (৪৫)। সরেজমিনে বুধবার উপজেলা ঘুরে দেখা যায়, কিছু কৃষক জমি থেকে ধান কেটে বাড়ি নিচ্ছেন। কেউ রাস্তায় ধান মাড়াই করছেন, শুকাচ্ছেন। কেউ আবার ধান বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন বাজারে। উপজেলার বোর্ডেরহাটের কৃষক রোকন মিয়া জানান, বাজারে ধানের দাম মণপ্রতি ৪১০-৪২০ টাকা। অথচ উৎপাদন খরচ অনেক বেশি। লোকসান নিয়ে কষ্ট করে কি কেউ ধান আবাদ করবে? ধান বিক্রি করতে আসা আ. রাজ্জাক বলেন, ‘ভেবেছিলাম ধান বিক্রি করে সাহরির জন্য মাংস কিনে বাড়ি ফিরব। এখন দেখছি, গরুর মাংসের কেজি ৪৪০ টাকা আর ধানের মণ ৪১০-৪২০ টাকা। এক মণ ধান দিয়েও-তো এক কেজি গরুর মাংস মিলছে না। বদরগঞ্জ উপ-সহকারী কৃষি কর্মকর্তা কনক রায় জানান, এ মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দাম কমে গেছে। এ অবস্থায় কৃষকের লাভের চাইতে লোকসান হবে বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবর রহমান জানান, সরকার ধান ক্রয় শুরু করলে দাম বাড়বে।

সর্বশেষ খবর