শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা

বিশ্বনাথে চালু হচ্ছে সোলার অটো চার্জিং স্টেশন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিদ্যুৎ সাশ্রয়ে সিলেট বিভাগের মধ্যে বিশ্বনাথ উপজেলায় প্রথম বারের মতো চালু হচ্ছে সোলার অটো চার্জিং স্টেশন। এতে গ্রীষ্ম মৌসুমে চাপ কমবে গ্রীডের বিদ্যুতের উপর। কমবে লোডশেডিংও। এই সোলার চার্জিং স্টেশন থেকে ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা চার্জ করে নেওয়া যাবে সহজেই। 

পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, বিদ্যুৎ সাশ্রয়ের দিক চিন্তা করে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ সোলার অটো চার্জিং স্টেশন চালুর প্রদক্ষেপ নেয়। পুরো সিলেট বিভাগের মধ্যে বিশ্বনাথ উপজেলায় প্রথম বারের মতো ৫০ লাখ টাকা ব্যয়ে তারা স্থাপন করেছেন সোলার অটো চার্জিং স্টেশন। এটি স্থাপন করা হয় উপজেলা সদরের বাইপাস সড়কের মুখে নুরুল ইসলাম ফিলিং স্টেশনের পাশে। ২১ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এ স্টেশন থেকে নামমাত্র ফি দিয়ে ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা চার্জ দেওয়া যাবে।

সর্বশেষ খবর