সোমবার, ১১ জুন, ২০১৮ ০০:০০ টা

উত্তরে ৫৮ হুন্ডির কারবারি

তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে

কাজী শাহেদ, রাজশাহী

দেশের উত্তরাঞ্চলের চার জেলায় ৫৮ জন হুন্ডি কারবারি সক্রিয় রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদন থেকে জানা গেছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, রাজশাহী বিভাগে ৫৮ জনকে অর্থ পাচারকারী হিসেবে চিহ্নিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট শাখা থেকে এ তালিকা রেঞ্জ ডিআইজি এবং নগর পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়েও পাঠানো হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সুজায়েত ইসলাম হুন্ডি ব্যবসায়ীদের এমন একটি তালিকা পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী ওই তালিকা ধরে কাজ চলছে। তালিকা অনুযায়ী, রাজশাহীর পুঠিয়ার মাইপাড়ার মো. সুমন, চারঘাটের ইউসুফপুরের আবদুর রাজ্জাক, নুরুল ইসলাম ও মাইনুল ইসলাম মালু, পিরোজপুরের আলতাব হোসেন, রাজশাহী মহানগরীর কুমারপাড়ার নূপুর সাহা, আবদুল গাফফার, আলুপট্টির মাহন কুমার, সাহেব বাজার এলাকার অশোক রাম, ফুদকিপাড়ার রনক ও নূপুর, গুড়িপাড়ার শফিকুল ইসলাম, মোল্লাপাড়ার মাহবুল ল্যাংড়া হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। এতে মুদ্রা পাচারে জড়িত সিন্ডিকেটের হোতা হিসেবে চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি এলাকার তোজাম্মেল হক ও নগরীর রাজপাড়া থানা এলাকার মুকুল হোসেনের নাম রয়েছে। এ ছাড়া পাবনা জেলার তালিকায় নাম আছে নিমতলীর অনুপ কুমার, গোপালপুরের শ্যামল ঘোষ, শালগাড়ীয়া গোডাউন মোড়ের বাবলু সাহা, দাসপাড়ার সুশান্ত দাস গোবরা, দিলালপুরের উত্তম কুণ্ডু, রামচন্দ্রপুরের কামরুল ইসলাম ও ইয়াসিন আলী, দোলবেদীতলার কমল কান্ত রায়, স্বর্ণপট্টির কিশোর রায় কর্মকার।

চাঁপাইনবাবগঞ্জের তালিকায় আছে কানসাট বাজারের আবু তালেব, প্রফেসরপাড়ার রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিক, কাঁঠালবাগিচা এলাকার মো. মিণ্টু, পিটিআই মাস্টারপাড়ার মো. আনারুল, স্কুল-কলেজ রোডের গোলাম জাকারিয়া ভদ্র, বটতলা হাট এলাকার সাইফুল ইসলাম, পারচৌকা এলাকার মো. সাজু ও আশরাফুল ইসলাম। মুদ্রা পাচারে জড়িত সিন্ডিকেটের হোতা হিসেবে হাউস নগরের একরামুল হক, চৌকার মো. ফিরোজ, বাগডাঙ্গার টিপু সুলতান ও মাঝপাড়ার রুহুল আমিনের নাম আছে। নওগাঁ জেলার তালিকায় হুন্ডি ব্যবসায়ী হিসেবে নাম আছে তাজের মোড়ের পরিতোষ সাহা, কাপড়পট্টির প্রদীপ কুমার আগরওয়ালা ও নারায়ণ চন্দ্র, তুলাপট্টির গোপাল চন্দ্র সাহা, মেইন রোডের গৌর গোপালা সাহা ও দিবাকর রায়, পার নওগাঁর মনোরঞ্জন পাল আলুপট্টি, সোনা পট্টির নিশিকান্ত দাসের। এখানে হোতা হিসেবে নাম আছে সুপারী পট্টির আজাদ হোসেনের। নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, তালিকা পাঠিয়ে পুলিশ সদর দফতর থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল।

সর্বশেষ খবর