সোমবার, ১১ জুন, ২০১৮ ০০:০০ টা

তিন সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও ততসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোকে এ সতর্কতা সংকেত দেওয়া হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৪ দশমিক ৫ মিলি লিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সিলসিয়াস। পতেঙ্গা আবহাওয়া অফিসের রেজাউল করিম বলেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে।

সর্বশেষ খবর