সোমবার, ১১ জুন, ২০১৮ ০০:০০ টা

পুলিশ পিটিয়ে মাদক মামলার আসামি ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় দুই পুলিশ সদস্যকে মারপিট করে মাদক মামলায় গ্রেফতার আসামি রাজিব উদ্দিনকে (৩০) ছিনিয়ে নিয়ে গেছে ছাত্রলীগ নেতারা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পুলিশকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং অভিযান চালিয়ে ধুনট পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ রাব্বিকে গ্রেফতার করেছে। রবিবার দুপুরে রাব্বীকে বগুড়ার আদালতে প্রেরণ করা হয়।  থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার ধুনট সদরপাড়া এলাকার বারিক স্বর্ণকারের ছেলে রাজিব উদ্দিনের বিরুদ্ধে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। শনিবার রাত ৮টায় আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে ধুনট থানার এএসআই শাহজাহান আলী ও এএসআই শাহানুর রহমান ধুনট সদরপাড়া এলাকা থেকে রাজিব উদ্দিনকে গ্রেফতার করে। এদিকে রাজিব উদ্দিনের গ্রেফতারের সংবাদ পেয়ে তার ছোট ভাই ছাত্রলীগ নেতা রাব্বি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেলসহ তাদের লোকজন লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে রাজিবকে ছিনিয়ে নেয়। এ সময় ধুনট থানার এএসআই শাহজাহান আলী ও এএসআই শাহানুর রহমান আহত হয়। পরে ধুনট থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাত্ক্ষণিক অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ রাব্বিকে গ্রেফতার করে। এ মামলায় পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ রাব্বি ছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহমুদ হাসান রাসেলের নাম উল্লেখ করা হয়েছে। বগুড়ার ধুনট থানার এএসআই শাহানুর রহমান বলেন, মাদক মামলার ওয়ারেন্টমূলে রাজিবকে গ্রেফতার করা হলে তার পরিবারের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে আহত করে রাজিবকে ছিনিয়ে নিয়ে যায়। পরে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. এরফান জানান, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় পলাতক আসামিসহ ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে ধুনট থানার এএসআই শাহানুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার আসামি ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ রাব্বিকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর