সোমবার, ১১ জুন, ২০১৮ ০০:০০ টা

৫৯ পোস্ট-ই সেন্টার বেহাল

সেবা-তো দূরের কথা সাধারণ মানুষ জানেনই না পোস্ট-ই সম্পর্কে

সৈয়দ বয়তুল আলী, মৌলভীবাজার

প্রত্যন্ত অঞ্চলের মানুষকে স্বল্পমূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও ডিজিটাল সেবা পৌঁছে দিতে সরকার সারা দেশে ৮ হাজার ৫০০টি পোস্ট অফিসকে পোস্ট-ই সেন্টারে রূপান্তর করেছে। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পোস্ট-ই সেন্টার ফর রুরাল কমিউনিটি নামে একটি প্রকল্পও চালু করা হয়। এর ধারাবাহিকতায় মৌলভীবাজারের ৫৯টি পোস্ট অফিসকে রূপান্তর করা হয় পোস্ট-ই সেন্টারে। কিন্তু জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিশেষ করে হাওরবাসী ও চা-শ্রমিকরা এই প্রকল্পের মাধ্যমে স্বল্পমূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও ডিজিটাল সেবা পাওয়া-তো দূরের কথা, এখনো জানেন না পোস্ট-ই সেবা সম্পর্কে। ফলে সুবিধাবঞ্চিত হচ্ছে তারা। ব্যাহত হচ্ছে সরকারের মহৎ এ উদ্যোগ। সরজমিনে রাজনগর উপজেলার পাঁচগাঁও পোস্ট অফিসে গিয়ে দেখা যায়, সেখানে পোস্ট-ই সেন্টার নামে কোনো প্রতিষ্ঠানই নেই। স্থানীয়রা জানান, তারা কোনো দিন পোস্ট ই-সেন্টারের নাম শুনেনি। কোথায় আছে তাও জানেন না। এ সেবা সম্পর্কে কেউ তাদের অবগত করেননি। বলেন, ‘আমরা হাওর এলাকার মানুষের অভাব লেগেই থাকে। এর মধ্যেই ধারদেনা করে কেউ কেউ ছেলে-মেয়েকে মৌলভীবাজারে বিভিন্ন প্রাইভেট প্রশিক্ষণ সেন্টারে কম্পিউটার শিখাই। আজ শুনলাম ছেলে-মেয়েদের জন্য সরকার আমাদের এলাকায় প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি যারা অবহেলা-দুর্নীতির কারণে এ সেবা থেকে বঞ্চিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’ একটু পরেই দেখা হয় পোস্টমাস্টার ফরিদ মিয়া সঙ্গে।  পোস্ট-ই সেবা সম্পর্কে তিনি বলেন, প্রকল্পের কাজের জন্য একজন মহিলাকে প্রশিক্ষণ দিয়ে আনার পর তিনি কাজ করবেন না বলে জানান। পরবর্তীতে নুরুল ইসলাম নামে একজনকে দায়িত্ব দেওয়া হয়। তিনি জানান, স্থানীয়ভাবে পর্যাপ্ত ছাত্র-ছাত্রী সংখ্যা না পাওয়ায় পোস্ট-ই সেবা সেন্টারটির কাজ নুরুল ইসলাম মৌলভীবাজারে তার নিজ প্রতিষ্ঠানে বসে চালাচ্ছেন। স্থানীয় শিক্ষার্থীদের অভিযোগ, পোস্ট-ই সেবাতে যারা দায়িত্বরত তারা কখনোই এ বিষয়ে আমাদের জানান নাই। আমরাও কখনো দেখি নাই পোস্ট-ই সেবা সেন্টারটি। যদি জানতাম তা হলে অবশ্যই সেখানে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করতাম। খোঁজ নিয়ে জানা যায়, শুধু পাঁচগাঁও পোস্ট ই-সেবা সেন্টার নয়, এ রকম বেহাল দশা মৌলভীবাজারের প্রায় সবগুলো সেন্টারের। মৌলভীবাজার পোস্ট অফিস ইনপেক্টর সিদ্দিক আলী বলেন, বিভিন্ন জায়গায় উদ্যোক্তা না পাওয়ায় পোস্ট-ই সেবার কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি। চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি অচিরেই সমস্যা সমাধান হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর