বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রতিদিন ডেস্ক

দিনাজপুর, লালমনিরহাট, গাজীপুর ও মাগুরায় সড়কে প্রাণ গেছে ছয়জনের। এছাড়া নোয়াখালীতে সড়কের বাস দোকানে ঢুকে চালক নিহত ও ১৫ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের খবর— দিনাজপুরে : বীরগঞ্জে গতকাল ভোরে মাছবাহী ট্রাক ও মুরগিবাহী পিক্যাআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ চালক শাহিন নিহত হয়েছেন। এদিকে সোমবার সন্ধ্যায় দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় মারা গেছেন ওজিত চন্দ্র রায় নামে এক সাইকেল আরোহী। শাহিন (৩০) বগুড়ার শেরপুর উপজেলার মোস্তফার এবং ওজিত দিনাজপুর সদর উপজেলার অলক চন্দ্র রায়ের ছেলে।

লালমনিরহাট : কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে ইউসুফ আলী এছো (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাজরানীয়া এলাকায় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ হাজরানীয়া এলাকার বাসিন্দা। একই রাতে আদিতমারী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আহাদ আলী (৫৬) নামে একজনের প্রাণহাটি ঘটেছে। আহাদ ওই এলাকার নওশাদ আলীর ছেলে। নোয়াখালী : সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। এ সময় বাসচালক পারভেজ (২৯) নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছেন। পারভেজ সোনাইমুড়ী উপজেলার আমকি এলাকার আব্দুর রহিমের ছেলে।  আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুর : কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে পিকআপ চালক ইব্রাহিম (৩০) নিহত হয়েছেন। ইব্রাহিম ভোলা জেলা সদরের শিবপুর গ্রামের কাশেমের ছেলে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মাগুরা : জেলা সদরের পৌর গোরস্থান এলাকায় গতকাল সকালে ট্রাকের ধাক্কায় ইমন হোসেন নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। ইমন যশোরের মনিরামপুরের ইকবাল হোসেনের ছেলে।

সর্বশেষ খবর