বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা

এরশাদের সময় মাদক সন্ত্রাস ছিল না : জাপা

মানিকগঞ্জ প্রতিনিধি

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় পাটির যুগ্ম মহাসচিব জহিরুল আলম রুবেল। তিনি বলেন, এরশাদের আমলে ছিল না খুন, গুম এবং প্রতিপক্ষকে ঘায়েল করার রাজনীতি। এরশাদ জমানায় ছিল উন্নয়ন, ছিল সুশাসন। মানুষ দুটি দলের শাসনের প্রতি বিরক্ত হয়ে আগামী নির্বাচনে আবারো এরশাদ জমানায় ফিরতে চায়। গতকাল মানিকগঞ্জ পৌরসভা জাপার উদ্যাগে শহরের বান্দুটিয়া বাগানবাড়ীতে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন জেলা জাপা নেতা অ্যাডভোকেট হাসান সাঈদ, বিলাল হোসেন, নওয়াব আলী, ডা. রফিক, মো. শাহিন, শিরিন আক্তার, সাহেরা বেগম প্রমুখ। জহিরুল আলম রুবেল আরো বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি একটা ফ্যাক্টর। জাতীয় পার্টিকে ছাড়া কেউ আগামীতে ক্ষমতায় যেতে পারবে না। তিনি বলেন, জাতীয় পার্টি শান্তির রাজনীতিতে বিশ্বাসী, আক্রোশের রাজনীতি নয়। তিনি বলেন, মাত্র ৫ হাজার ৮০০ কোটি টাকার বাজেট দিয়ে এরশাদ যে উন্নয়ন করেছেন, তা আজও মানুষ মনে রেখেছে।

সর্বশেষ খবর