বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা
অনিয়মের অভিযোগ

খুলনার জেলা জজ স্ট্যান্ড রিলিজ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বিচারিক কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা জেলা ও দায়রা জজ জেসমিন আনোয়ারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে বলে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. মাহবুবার রহমান সরকার স্বাক্ষরিত নির্দেশ সূত্রে জানা গেছে। এতে বলা হয়, জেসমিন আনোয়ার খুলনার জেলা জজের দায়িত্বভার ছেড়ে দিয়ে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে হস্তান্তর পূর্বক অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেবেন। উল্লেখ্য, খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের দায়িত্ব নেওয়ার পর থেকে জেসমিন আনোয়ারের বিরুদ্ধে নানা দুর্নীতি অনিয়মের অভিযোগ ওঠে। খুলনার কুখ্যাত মাদক ব্যবসায়ীদের জামিনে মুক্তিসহ কালোবাজারীদের বিভিন্ন মামলা থেকে অব্যাহতি দিয়েছেন বলে তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে। এসব বিষয়ে খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ আইনজীবীরা আইন মন্ত্রণালয়ে অভিযোগ করেন। ওই অভিযোগের বিষয়ে মন্ত্রণালয়ে সুপারিশ করেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ  চন্দ, খুলনা সিটির নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, সংসদ সদস্য মোস্তাফা রশিদী সুজা ও মিজানুর রহমান মিজান।

সর্বশেষ খবর