বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা

‘মহাসড়কে ২৫০০ আনসার সদস্য কাজ করছেন’

কালিয়াকৈর প্রতিনিধি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নূরুল আলম বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশ ও মানুষের সেবায় নিয়োজিত। মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সড়ক-মহাসড়কে ২ হাজার ৫০০ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তিনি গতকাল গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর আনসার ভিডিপি একাডেমীতে বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ২য় ধাপ-এর সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় বাহিনীর উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মহিউদ্দীন মো. জাবেদ, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) একেএম মিজানুর রহমান, উপ-মহাপরিচালক (অপারেশন) দিলীপ কুমার বিশ্বাস ও উপ-মহাপরিচালক, একাডেমি (ভারপ্রাপ্ত) সাইফুদ্দিন মোহাম্মদ খালেদসহ সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর