বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা

ভিজিএফের এক হাজার ৬৩ বস্তা চাল উদ্ধার

প্রতিদিন ডেস্ক

 ঈদ উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ ভিজিএফের এক হাজার ৬৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।  এর মধ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪৫৬, রংপুরে ৪৩১ এবং গাইবান্ধায় ১৭৬ বস্তা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুস্থদের বিতরণের জন্য ৪৫৬ বস্তা ভিজিএফের চাল জব্দ করেছে বিজিবি। গতকাল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ কাছে ব্যবসায়ী শাহাদৎ হোসেন মিন্টু ও রমজান আলীর গুদাম থেকে চাল জব্দ করা হয়। জব্দ চাল ফুলবাড়ী থানা হেফাজতে রয়েছে। চালের মূল্য প্রায় ৪ লাখ ৩৪ হাজার টাকা। রংপুর : রংপুরের কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় ভিজিএফের ৪৩১ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। জেলা প্রশাসক এনামুল হাবীব বলেন, কাউনিয়া ও মিঠাপুকুরে ভিজিএফের চাল উদ্ধার হয়েছে বলে সংশ্লিষ্ট ইউএনওরা জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে কাল (আজ) তদন্ত কমিটি গঠন করা হবে। গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে ভিজিএফের ১৭৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। গতকাল ভোরে সাদুল্যাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় কুমার মহন্তের নেতৃত্বে একদল পুলিশ ধাপেরহাট ইউনিয়ন পরিষদের পিছনে আজাদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করে। বরিশালে চালসহ চৌকিদার আটক : মুলাদী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চৌকিদারের বাড়ি থেকে ভিজিএফ প্রকল্পের এক হাজার কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সদর ইউনিয়নের বেইলি ব্রিজ সংলগ্ন চৌকিদার আলামিনের বাড়ি অভিযান চালিয়ে ওই চালসহ তাকে আটক করে পুলিশ।

সর্বশেষ খবর