Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ জুন, ২০১৮ ২৩:২০
বিশ্বনাথে পথে পথে খানা-খন্দ, ভোগান্তি
বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রায় সবকটি সড়কে অগণন গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এসব সড়কের পিচ উঠেগেছে। বেশকিছু জায়গায় সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে তৈরি করছে নানা প্রতিবন্ধকতার। সরজমিন উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পশ্চিম চান্দশীরকাপন এলাকার মোড়, বাউসী কালভার্ট যাওয়ার পূর্বের অংশ ও মিয়ারবাজার প্রবেশমুখ অংশ, বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়ক, বিশ্বনাথ-হাবড়া সড়ক, বিশ্বনাথ নাজিরবাজার-পূর্ব শ্বাসরাম সড়ক, রামপাশা-রাজাগঞ্জ বাজার সড়কের পিচ উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোটবড় গর্ত। এ বিষয়ে সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, কিছু সড়কের জন্যে ডিও লেটার পাঠানো হয়েছে। শিগগিরই সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।  

এই পাতার আরো খবর
up-arrow