বুধবার, ২০ জুন, ২০১৮ ০০:০০ টা
নেত্রকোনা

৪৭ বস্তা ভিজিএফের চাল পুলিশ হেফাজতে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার খালিয়াজুরীতে ঈদে বিতরণের জন্য বরাদ্দকৃত ৪৭ বস্তা ভিজিএফের চাল গত সোমবার জব্দের পর পুলিশ হেফাজতে রয়েছে। উপজেলার ২ নম্বর চাকুয়া ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল  হতদরিদ্রদের মধ্যে বিতরণ না করার অভিযোগে জব্দ হয়েছিল। গতকাল জেলা সমন্বয় সভায় আলোচনা শেষে খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়। জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, অসহায়, হতদরিদ্র পরিবারের মুখে ঈদের হাসি ফোটানোর জন্য সরকারের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নের ন্যায় খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়ন পরিষদেও ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। চাকুয়া ইউপি চেয়ারম্যান, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বরাদ্দকৃত চাল অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ঈদের পূর্বে বিতরণ না করেই টেক অফিসারকে ম্যানেজ করে সম্পূর্ণ চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। এতে করে চাকুয়া ইউনিয়নের প্রায় ৩ শতাধিক পরিবার ভিজিএফের চাল না পেয়ে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়। স্থানীয় লোকজনের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ সোমবার বিকালে ইউনিয়ন পরিষদের গুদামে ঝটিকা অভিযান চালিয়ে ভিজিএফের ৪৭ বস্তা চাল জব্দ করে। চাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ঈদের আগে কেউ চাল নিতে আসেনি। এ ছাড়াও ইউপি সচিব না থাকায় ওই চাল বিতরণ করা হয়নি। খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু বলেন, জব্দ চাল ঈদের পূর্বে দরিদ্রদের মাঝে ১০ কেজি করে বিতরণের কথা ছিল। কিন্তু এ চাল না দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালিয়ে চাল পাওয়া যায়। চালগুলো আপাতত পুলিশ হেফাজতেই থাকবে। তদন্ত করে দেখা হবে। চেয়ারম্যান বলছেন আবহাওয়াজনিত কারণে দিতে পারব না।

সর্বশেষ খবর