শিরোনাম
রবিবার, ২৪ জুন, ২০১৮ ০০:০০ টা
অপহরণ

ফরিদপুরে পণ দিয়েও মুক্তি মেলেনি স্কুলছাত্রের

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে পণ দিয়েও মুক্তি মেলেনি স্কুলছাত্রের

মুক্তিপণের টাকা দিয়েও অপহৃত স্কুলছাত্রকে ফেরত পাননি স্বজনরা। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। ছেলেকে ফিরে না পেয়ে গতকাল সংবাদ সম্মেলন করেছেন মা জান্নাতি বেগম। নিখোঁজ আলাউদ্দিন ওরফে অন্তর অষ্টম শ্রেণির ছাত্র ও চর মানিকদি পাগলপাড়া গ্রামের প্রবাসী আবুল হোসেনের ছেলে। ফরিদপুর প্রেস ক্লাবে ডাকা সংবাদ সম্মেলনে জান্নাতি জানান, গত ৭ জুন রাতে তারাবির নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি অন্তর। ওই দিন রাত ১০টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় পরদিন রাতে নগরকান্দা থানায় একটি জিডি করা হয়। জান্নাতি আরও জানান, থানায় জিডি করে বাসায় ফেরার পরই অন্তরের মোবাইল থেকে ম্যাসেজ পাঠানো হয়। তাতে অপহরণের কথা জানিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ১৪ জুন রাতে তাদের কথা মতো একটি মেশিন ঘরে এক লাখ ৪০ হাজার টাকা রেখে আসি। এরপর ছেলেকে ফিরিয়ে দিতে বললে অপহরণকারীরা জানায়, আধঘণ্টা পর তাকে হাত-পা বাঁধা অবস্থায় পাবে। কিন্তু ছেলের আর সন্ধান মেলেনি। নগরকান্দা থানার ওসি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তিনজনকে আটকও করা হয়েছে। মুক্তিপণের টাক লেনদেনের ব্যাপারে তিনি কিছু জানেন না।

সর্বশেষ খবর