রবিবার, ২৪ জুন, ২০১৮ ০০:০০ টা
মা-মেয়েকে নির্যাতন

জামিনযোগ্য ধারায় এজাহার, ওসির শাস্তি দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় জামিনযোগ্য ধারায় এজাহার নেওয়ায় ক্ষোভ জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশ গুপ্তের নেতৃত্বে গতকাল ১১ সদস্য এলাকা পরিদর্শন শেষে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে চার দফা দাবি জানান।

দাবিগুলো হল— ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করা, ‘জামিনযোগ্য’ ধারায় এজাহার গ্রহণ করায় ন্যায়বিচারের স্বার্থে বিচার বিভাগীয় ও প্রশাসনিক তদন্ত, কটিয়াদী থানার ওসি জাকির রাব্বানীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও ঘটনায় জড়িতদের দলীয় পরিচিয় নিশ্চিত করে দল ও স্থানীয় নেতৃত্ব থেকে বহিষ্কার করা। উল্লেখ্য, গত ১৩ জুন কটিয়াদী উপজেলায় স্থানীয় কয়েকজন মিলে এক বিধবা হিন্দু নারী ও তার মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠে। এ ব্যাপারে গত ১৯ জুন কটিয়াদী থানায় মামলা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সাধারণ জামিনযোগ্য ধারায় মামলা হওয়ায় মূল আসামী ধলু মিয়াকে লোক দেখানো গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই আদালত জামিন দিতে বাধ্য হয়।

সর্বশেষ খবর