সোমবার, ২৫ জুন, ২০১৮ ০০:০০ টা

জাল পরচা বানিয়ে কোটি টাকার জমি রেজিস্ট্রি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাল পরচা বানিয়ে প্রায় কোটি টাকা মূল্যের জমি রেজিস্ট্রি করার অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলা রেজিস্ট্রি অফিসে শুরু হয়েছে তোলপাড়। প্রকৃত মালিকরা প্রতিকার চেয়ে দুদক, ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন (আইজিআর) ও ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন। ওই জমির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ১৯৯৯ সালে ঝিনাইদহ পৌরসভাধীন কালিকাপুর গ্রামে আব্দুল ওয়াহেদের কাছ থেকে ১০ শতক জমি কেনেন তিন ভাই মোস্তাফিজুর, মাহফজুর ও পারভেজ। ওই জমিতে দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছেন তিন ভাই। মোস্তাফিজুরদের নামে রেকর্ড ও দখলে থাকা জমি কালিকাপুর গুলশানপাড়ার তোফাজ্জেল হোসেন মান্নান, আসলাম আলীসহ তিনজন গত ৪ মার্চ জাল পরচা তৈরি করে চার শতক জমি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল করার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে সাব রেজিস্ট্রি অফিসে মোস্তাফিজুর অভিযোগপত্র দেন। সাব রেজিস্ট্রার উভয় পক্ষের কাগজপত্র দেখে পরচা জাল হওয়ায় দলিল রেজিস্ট্রি করেননি। মোস্তাফিজুর রহমান গংদের অভিযোগ, ভুটিয়ারগাতি গ্রামের টিপু সুলতান গত ৭ জুন মোটা অংকের টাকা দিয়ে তাদের খতিয়ানে অন্য নাম বসিয়ে পরচা বানিয়ে ওই জমির দলিল রেজিস্ট্রি করেন। মোস্তাফিজুর জানান, দখলদাররা শুধু এই চার কুশ জমি নিয়েই ক্ষ্যান্ত হয়নি। অন্য দাগের আরও ৪১ শতক জমি এ ভাবে জাল দলিল করেছেন। সাব রেজিস্ট্রার মৃত্যুঞ্জয় জানান, অধস্তন কর্মচারীদের অসতর্কতার কারণে এ ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর