রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

নেতাদের পকেটে গরিবের কার্ড!

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নে গত ঈদুল ফিতরের আগে গরিবের জন্য ৫৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। অভিযোগ আছে, স্থানীয় চেয়ারম্যান সাড়ে পাঁচ হাজার কার্ডের মধ্যে আওয়ামী লীগ নেতাদেরই দিয়েছেন দুই হাজার ৭০০টি। এছাড়া কালবাজারিদের কাছেও কার্ড বিক্রির অভিযোগ পাওয়া গেছে। হতদরিদ্রদের মধ্যে যাদের ভাগ্যে কার্ড জুটেছে তারাও চাল ওজনে ২-৩ কেজি কম পেয়েছেন।

জানা যায়, প্রতিটি কার্ড বিক্রি হয়েছে দেড় থেকে ২০০ টাকায়। বিষয়টি স্বীকারও করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক। তিনি বলেন, ‘প্রতি বছরই আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিলি করার জন্য কার্ড দেওয়া হয়। তারা বিক্রি করে দিলে আমার কী করা?’ নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা জানান, বরাদ্দের অর্ধেক কার্ডই গেছে ক্ষমতাসীন নেতাদের পকেটে। বিলি না করে বিক্রি করেছেন তারা। চেয়ারম্যান নিজেও বিক্রি করেছেন কার্ড।’ সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মীর শরীফুল ইসলাম বলেন, ‘আমরা গরিবের মধ্যেই চাল বিতরণ করেছি। তবে কার্ড বিতরণ আমাদের দায়িত্ব না। বিষয়টি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব।’

সর্বশেষ খবর